অর্থোপেডিক সার্জারী: কম খরচে উন্নত চিকিৎসা 

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 09.04.2018 - 09:00 AM
Share icon

 
সময় ডেস্ক: ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলো ৭ এপ্রিল ২০১৮। ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রম্যাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনু (নিটর) হসপিটালে এইদিন রচিত হলো বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের নতুন ইতিহাস। প্রখ্যাত ভারতীয় ডাক্তার ড: বিবেক মহাজনের নেতৃত্বে প্রথম বারের মতো সফলভাবে সম্পন্ন করা হয় Autologous bone marrow derived stem cell therapy নামক অত্যন্ত জটিল অস্ত্রপ্রচার। পঙ্গুত্ব, দুর্ঘটনা জনিত গুরুতর আঘাত, হাড়ের টিস্যু শুকিয়ে বা মরে যাওয়া, অনিরামেয় আলসার, তরুনাস্থির ক্ষয়, যে কোন হাড় ক্ষয়, বাত ব্যাথা ইত্যাদি রোগের সমাধান দিতে পারে এই অস্ত্রপ্রচার। অত্যন্ত ব্যায়বহুল এই অস্ত্রপ্রচার যা এতদিন দেশের বাহিরে ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে করাতে হতো, তা মাত্র ১.৫ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশেই সম্ভব এখন থেকে। ড: বিবেক মহাজন বাংলাদেশে এসেছেন VAP Global Consultant Ltd নামক একটি ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিজম কন্সালটেন্সী কোম্পানীর আমন্ত্রনে। তাঁর বাংলাদেশ ভ্রমনের শেষ দিনে আজ ৮ এপ্রিল ২০১৮ তিনি VAP Global Consultant Ltd এর কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দিবেন। হাড়ক্ষয় জনিত বা যেকোন অর্থোপেডিক রোগে যারা আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন সকল এমআরআই, এক্স-রে বা রোগ সংক্রান্ত যেকোন মেডিকেল টেস্ট রিপোর্ট নিয়ে চলে আসুন VAP Global Consultant Ltd এর ঠিকানায় VAP Global Consultant Limited Flat B4, House 29, Road 5, Sector 10, Uttara, Dhaka-1230, Bangladesh ড: বিবেক মহাজনের সাথে স্বাক্ষাতের সময় নিশ্চিত করতে কল করুন- 01678414000
Share icon