তিন দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক এক্সপো-২০১৯ শুরু
সময় ওয়েব ডেস্ক: শুরু হলো তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপ্রো-২০১৯’। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এ মেলার আয়োজন করেছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, চীন, ভারতসহ ২৬টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতমান ব্র্যান্ড প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় ৭০টি স্টল রয়েছে।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে- ২০১৮ সালে দেশে ছোট-বড় মিলিয়ে অগ্নিকাণ্ড ঘটছে ১৯ হাজার ৬৪২টি। এতে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন ১৩০ জন, আহত হয়েছেন ৬৬৪ জন।
আর্থিক ক্ষতি প্রায় ৩৮৬ কোটি টাকা। তবে বিগত পাঁচ বছরে এ ক্ষতির পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। রাজধানী ঢাকা, বিভাগীয় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে আগুনে পুড়েছে ঘরবাড়ি, দোকানপাট, অফিসসহ অন্যান্য স্থাপনা।