এ এক অচেনা নগরী - সাইফুল ইসলাম

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 17.04.2020 - 09:55 PM
Share icon
Image

মহামারী করোনা ভাইরাসে নাজেহাল পুরো বিশ্ব।  করোনা ভাইরাসের সংক্রমন থেকে সবাইকে সচেতন করতে আনন্দ টিভিতে কর্মরত (এইচ আর এডমিন) সাইফুল ইসলামের বিশেষ কবিতা।

এ এক অচেনা নগরী 

- কবিঃ মোঃ সাইফুল ইসলাম

এ এক অচেনা নগরী,
নিস্তব্ধতা যেন ঘিরে রেখেছে
নগর থেকে শহর, শহর থেকে গ্রাম
নেই মানুষের কোলাহল,
নেই যন্ত্র দানবের হুঙ্কার,
চারিদিকে শুধু আতংক আর উদ্বেগ,
এই বুঝি করোনার ভয়াবহ আক্রমণে,
নিঃশেষ হবে তাজা প্রান।।

Image

গভীর রজনী মানব শুন্য শহরে
কুকুর গুলো দখল নিয়েছে রাজপথ,
এ যেন এক অচেনা নগরী,
পিচ ঢালা পথ যেন আজ নিঃস্ব,
মানুষ যেন ঘর বন্দী প্রানি,
বাহিরে পা রাখিলেই,,,
যেন দিতে হবে প্রান।।

Image

আজ রাজপথ যেন শুন্য,
নেই কোন মিছিল,
নেই কোন দলাদলি,
ভুলে গিয়ে দুশমনি,
আছে শুধু মানবতার
হাত বাড়িয়ে দিয়ে,
নিঃশ্ব মানবের সেবা।।

হে প্রভু দয়াময়,
এই কি তুমি চেয়েছিলে
তোমার সৃষ্টির মাঝেই, সৃষ্টির ভালোবাসা।।

Image

বিশ্ব আজ থমকে গিয়েছে,
অজানা আতংকে,
সব কিছু আজ স্তবদ্ধ
জন মানব হীন পিচ ঢালা পথ।।

অঘোষিত গৃহবন্দী আজ,
সকল মানব জাতি,
করোনা আতংকে দিশেহারা,
স্তবদ্ধ আজ বিশ্ববাসি।।

চারিদিকে শুধু মৃত্যুর কোলাহল,
পাশে থেকে সেবা দেওয়ার
নেই কোন আপন জন,
একি সংকটে রাখলে তুমি,
হে মহান রাব্বুল আলামিন।।

Image

বিপদে সহায় তুমি,
হে মহান সৃষ্টি কর্তা,
তোমার রহমত ছাড়া,
আমরা আজ নিঃস্ব গুনাগার।।

তোমার রহমতের ভান্ডার খুলে দিয়ে
আমাদের ভুলত্রুটি মার্জনা কর,
রক্ষা কর হে দয়াময়।।।

 

Share icon