শেরপরের ভিক্ষুক ত্রান দিলেন ১০,০০০৳ বিনিময়ে প্রধানমন্ত্রী দিলেন ২৫ লক্ষ টাকা জমি।
স্টাফ রিপোর্টঃ শেরপুরে অসহায় দরিদ্রদের মাযে এক ভিক্ষুক তার দুই বছরের সঞ্চিচিত ১০ হাজার টাকার ত্রান বিতরন ।
এই খবরটি বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হ ওয়ায় প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশে শেরপুর জেলা প্রশাসন সেই ভিখুককে সংর্ধনা দিয়েছে।
গতকাল দূপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনারকলি মাহবুব ভিক্ষুক নজিমদ্দিনকে ফুলের তোরা ও স্ল্যাশ পরিয়েদেন। এসময় তাকে একটি দোকান করার জন্য সবধরনের সহযোগীতা করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক তাকে একটি ঘর ও জমি প্রদান করা হবে বলে জানানো হয়।
যা পাচ্ছেন দরিদ্র দানবির ভিক্ষুক নজিমদ্দিন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৫ লক্ষ টাকা মুল্যের বাড়ী ও জমি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দোকান করার মতো যাবতীয় অর্থ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবাসহ সরকারী সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।