শেরপুরের শ্রীবরদীর ইউপি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম
আসন্ন চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মোট ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। ২৫ ডিসেম্বর শনিবার দুপুর থেকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সরঞ্জামাদি গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে শুধু ব্যালটপেপার আগামীকাল ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এনএম সাজ্জিল সাদিক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
এবার নির্বাচনে শ্রীবরদীর ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২৯ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল ৯টি ইউপির মোট ১ লক্ষ ৭৪ হাজার ৫৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।