নকলায় সুইট বার্ড স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
শেরপুরের নকলায় পৌর শহরের সুইট বার্ড স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরষ্কার বিতরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন হাসান সুইট এর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে সহকারী শিক্ষক মোঃ দেলুয়ার হোসেন এর সঞ্চালনায় প্লে থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যথেকে বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুলি পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, কেক পিঠা, ম্যারা পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।
শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে অনুষ্ঠান স্থল কোলাহল মুখর হয়ে ওঠে।
পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও অভিনয় করে।
এসময় চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আরজানা ফেরদৌস, নকলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন,সুইট বার্ড স্কুলের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।