শেরপুরে প্রত্যন্ত চরাঞ্চলে “বঙ্গবন্ধু সড়ক” এর নাম ফলক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
শুক্র, 31.12.2021 - 09:37 PM
Share icon
Image

শেরপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রত্যন্ত চরাঞ্চলের একটি সড়কের নাম করণ করে তার নাম ফলক উন্মোচন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের ধোপাঘাট থেকে তালুকপাড়া হয়ে টাঙ্গারিয়া পাড়া মসজিদ পর্যন্ত বঙ্গবন্ধুর নামে এ কাঁচা সড়কের নাম করণ ফলক উন্মোচন করেন প্রধান উদ্যোক্তা ঢাকাস্থ ‘উদয়ন গ্রুপ’ এর এমডি ও স্থানীয় সমাজসেবক মো. মাহমুদুল হক মনি।  

এসময় লছমানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য ফর্সা মিয়া, সাবেক সদস্য মো. আজাদ মিয়া, পাশ্ববর্তি চরশেরপুর ইউডিনয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রজব আলী, সমাজসেবক মো. মোতালেব মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Share icon