শেরপুরের নকলায় স্কুলে স্কুলে নতুন বই বিতরণ শুরু
নকলা প্রতিনিধি
শনি, 01.01.2022 - 06:02 PM
Image

বছরের প্রথম দিনে শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার জালালপুর, খইড়াপাড়া, কাজাইকাটা,পূর্ব পাঁচকাহনিয়া, ইসলামনগর এবং কৈয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে প্রাথমিকের বই তুলে দেয়া হয়।
উল্লেখ্য,নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হয়নি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পার্থপাল জানান, ২০২২ ইং সালের শুরুতেই উপজেলার মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৫ হাজার ১৭জন শিক্ষার্থীর মাঝে ১লাখ ৯হাজার ৭২২টি বই তুলে দেয়া হবে।