সীমান্তে হাতি হত্যা মামলায় ২ জনকে জেল-হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার
রবি, 02.01.2022 - 04:55 PM
Share icon
Image

শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি হত্যা মামলায় দুই জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আসামিরা হলো মালাকুচা এলাকার আমেজ উদ্দিন ও মো. শাহজালাল।

গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় জিআই তারে বিদ্যুত সংযোগ দিয়ে একটি হাতি হত্যার পর জেলায় প্রথমবারের মতো বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে গত ১১ নভেম্বর এ মামলাটি দায়ের করেছিলো। আজ বিকেলে শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম মুঠুফোনে এ জেল হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলন শেরপুর জেলার আহ্বায়ক মোঃ মেরাজ উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, বিচার প্রক্রিয়া শুরু হওয়া এবং জেল হাজতে প্রেরণ নিঃসন্দেহে শুভ লক্ষণ। তবে বাকি আসামিদের আইনের আওতায় আনার প্রতিও গুরুত্ব আরোপ করেন।

Share icon