নকলায় শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু

নকলা প্রতিনিধি
মঙ্গল, 04.01.2022 - 04:30 PM
Share icon
Image

শেরপুরের নকলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পৌর শহরের সরকারি হাজী জালমামুদ কলেজে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান কর্তৃক উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিকা দিতে আসা চৌধুরী ছবরুন নেছা মহিলা (ডিগ্রি) কলেজের শিক্ষার্থী আলিফ বলে- “প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। টিকা দেওয়ার পর ভয় কেটে গেছে। এখন কিছুটা ব্যথা করছে। কিন্তু টিকা দিতে পেরে আমি খুশি।”

নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরেক শিক্ষার্থী জানায় “এটা ভয়ের কিছু না। টিকা দিয়ে খুব ভালো লাগছে।”

কোনো ঝামেলা ছাড়াই সন্তানদের টিকা দেওয়াতে পেরে দারুণ আনন্দিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ হাজারের অধিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান করা হবে।

Share icon