নকলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাঙ্গালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা প্রতিকূলতা পেরিয়ে ৭৪ বছর পূর্ণ করেছে। দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় খন্ড খন্ড আয়োজন, উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারী মঙ্গলবার ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা ছিলো উল্লেখযোগ্য।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকাল ৪ টার পর উপজেলা ছাত্রলীগের কামরান হাসান রাব্বির নেতৃত্বে হাজারো কর্মীসমর্থক মিলে উপজেলা পরিষদে অবস্থিত মুক্ত মঞ্চ থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অতপঃর সেখানে এসে শেষ হয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সবশেষে জন্মদিন উপলক্ষে কেক কেটে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
অপরদিকে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী যুবলীগের অফিসে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
ছাত্রলীগের সাবেক সভাপতি জিকরুল হাসান পিকুলের সভাপতিত্বে ও যুবনেতা সাদ্দাম সরকার'র সঞ্চালনায় আওয়ামী যুবলীগের অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যুবলীগের যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম রিপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, যুবনেতা বুলবুল, মোবারক হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও নকলা সরকারি হাজী জাল মামুদ সরকারি কলেজ ও উপজেলা ছাত্রলীগের আরেক অংশের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। যেখানে জেলা ছাত্রলীগের উপ- স্কুল ছাত্র সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক, পরিবেশ সম্পাদক অনিক কুমার রায়, বিজ্ঞান সম্পাদক ফুরকান আহমেদ, ছাত্রনেতা হুমায়ুন কবির রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।