শ্রীরদীতে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 06.01.2022 - 05:57 PM
Share icon
Image

অটিজম শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের স্কুলমুখী করার লক্ষ্যে খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ার বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহায়তায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ উপস্থিত প্রায় একশ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার।  সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমানের সভাপতিত্বে ও ভায়া ডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের পরিচালনায ও সহকারি শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মদ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তারা অটিজম শিশুদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করে পড়ালেখার করে নিজের পায়ে দাড়ানোর আহবান জানান।

Share icon