নন্নী ইউপি'র দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউপি'র নবাগত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্তমান নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নন্নী ইউপি চেয়ারম্যান ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল,ধর্মবিষয়ক সম্পাদক আঃ সালাম,নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা জহুরুল হক (মান্নান মাষ্টার), বিএনপির সভাপতি রহুল আমিন, আব্দুল্লাহ মেম্বার, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষক ওবায়দুল ইসলাম, শেখ ফরিদ, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
ইউডিসি রবিউল আলম সানির সঞ্চালনায় এতে দোয়া পরিচালনা করেন নন্নীবাজার মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওঃ মুফতি সালমান মুনির। অনুষ্ঠানে ইউপি, সদস্য, সদস্যা, সচিবসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-গত ২৮ নভেম্বর নালিতাবাড়ীতে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নন্নী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয় ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী।
দায়িত্ব গ্রহণকারী নন্নী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী বলেন, আমি দলমতের উর্ধ্বে থেকে সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিনামুল্যে জনগণকে সেবা দেয়ার পাশাপাশি আমার রাজনৈতিক অভিভাবক সাবেক মন্ত্রী ও এমপি বেগম মতিয়া চৌধুরীর মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাব। আমি সবার সহযোগীতা ও দোয়া কামনা করছি।