ঝিনাইগাতীতে স্কুল শিক্ষার্থীর মাঝে ফাইজার টিকা প্রদান শুরু

স্টাফ রিপোর্টার
সোম, 10.01.2022 - 04:14 PM
Share icon
Image

শেরপুরের জেলার ঝিনাইগাতী উপজেলাতে ১২-১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে ফাইজার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারী সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সুরক্ষার কথা চিন্তা করে সরকার বিনামূল্যে ১২-১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ফাইজার টিকা দিচ্ছে। টিকা নিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষদের আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ১২-১৭ বছর বয়সী শতভাগ স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে আবশ্যিকভাবে কোভিড-১৯ এর টিকা প্রদানের নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এসময় ডা. শেখ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, সহকারী শিক্ষক রোস্তম আলী ও ইব্রাহিম খলিলসহ অন্যান্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share icon