এবার শেরপুরে সেচ্ছাসেবী সংস্থার অর্থায়নে তৈরি হলো মসজিদ

নকলা প্রতিনিধি
শুক্র, 14.01.2022 - 07:18 PM
Share icon
Image

এবার শেরপুরের নকলায় সেচ্ছাসেবী সংস্থার অর্থায়নে তৈরি হলো মসজিদ। জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা "নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার" অর্থায়নে এ মসজিদটি নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছেন সংস্থার সদস্যরা।

সংস্থাটির নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এর সাথে কথা বলে জানা যায়, মসজিদটি নির্মাণে তাদের ব্যায় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। ১৪ জানুয়ারি শুক্রবার আসরের নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করেন সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় পূর্ব নারায়নখোলা জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল আলম, জমিদাতা আবু বাক্কার, পাঁচকাহনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাজহারুল আলম, নারায়নখোলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব কাজী আ: ছাত্তার, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও অন্যান্যের মধ্যে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য সুজন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে নকলা উপজেলার দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম শতাধিক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করছে।

Share icon