জামালপুরের মেলান্দহ থেকে ৬৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা থেকে ৬৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১৭ জানুয়ারি সোমবার দুপুর ১২টা মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাষ্ট কর্তৃক নির্মিত “আলহাজ্ব এমএ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল” এর সামনের পাকা রাস্তা থেকে একটি কাভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. ধনু মিয়ার ছেলে মো. আতিকুর রহমান শিপন (২৬) ও মেড্ডা গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান পিয়াস (২৫)। তাদের দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলায়। তাদের দেয়া তথ্যমতে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাস্টের “আলহাজ্ব এমএ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল” এর সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব-১৪ সদস্যরা। এ ব্যাপারে জামালপুর র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান জানান, জামালপুরে বিক্রয়ের জন্য ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ড ভ্যানে তারা এই গাজা নিয়ে এসেছে। আমরা বায়জিদ আহমেদ কার্গো কোম্পানির কাভার্ড ভ্যান, তাদের কাছে নগদ ১ হাজার ১৯০ টাকা, ২ টি ক্রেডিট কার্ড ও ২টি মোবাইল সেট উদ্ধার করেছি। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ওই ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।