শেরপুরের নকলায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নকলা প্রতিনিধি
মঙ্গল, 18.01.2022 - 06:06 PM
Share icon
Image

সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শেরপুর জেলার নকলা উপজেলায়  মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে পৌর শহরের কাচারি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করে চলাচল করছেন সাধারণ মানুষ। ফলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও মাস্ক ব্যবহারে মানুষকে সচেতন করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদের নেতৃত্বে নকলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদ জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share icon