ব্যবসায় ধস, নকলায় ভেঙে ফেলা হলো কল্পনা সিনেমা হল
অনেকদিন ধরে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দা অবস্থা। করোনার প্রভাবে দেশের অনেক সিনেমা হল বন্ধ রয়েছে। আবার দেশে টিকে থাকা সিনেমা হলগুলো লোকসানের মুখে খুড়িয়ে খুড়িয়ে চলছে। ফলে হল মালিকরা চরম লোকসানের সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে যুক্ত হলো শেরপুরের নকলার ঐতিহ্যবাহী 'কল্পনা' সিনেমা হল।
স্থানীয়রা জানান, সিনেমা হলের পরিবেশ, রুচিসম্মত ছবির অভাব, আর ঘরে ঘরে টেলিভিশন চলে আসায় এ ব্যবসায় ধস নেমে গেছে অনেক আগেই। অথচ এক সময় এ সিনেমা হলটিই ছিল নকলা উপজেলার মানুষের আনন্দ-বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র। সেইসঙ্গে সিনেমা হলটিতে কর্মসংস্থান ছিল এ এলাকার বহু মানুষের। নকলা পৌরশহরের জালালপুরে অবস্থিত সিনেমা হলটি দ্রুত ভেঙ্গে সে জায়গায় বহুতল ভবন নির্মাণ করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে। যেখানে মার্কেটসহ থাকবে কমিউনিটি সেন্টার।
উল্লেখ্য, ২০০৪ সালে নকলা পৌরশহরের জালালপুর এলাকায় নির্মাণ করা হয়েছিল কল্পনা সিনেমা হল। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী হিসেবে এতদিন দাঁড়িয়ে থাকলেও আর দেখা যাবেনা এই হলটিকে।