পিপিএম পুলিশ পদক পেলেন ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান

ঝিনাইগাতী প্রতিনিধি
সোম, 24.01.2022 - 10:22 PM
Share icon
Image

২০২০ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য কর্মজীবনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পিপিএম পুলিশ পদক পেয়েছেন, ঝিনাইগাতী থানার ওসি মোঃ ফায়েজুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ জানুয়ারী বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

ওসি ফায়েজুর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৫ জনকে রাষ্ট্রপ্রতি বিপিএম পুলিশ পদক দেয়া হয়। এছাড়া মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বিপিএম সেবা ও ৫০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবাপ্রদান করা হয়েছে। 

Share icon