নকলায় মহিলা অধিদপ্তরের হেলথ ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ
শেরপুরের নকলায় "শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" প্রতিপাদ্য নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” এবং “মা ও শিশু সহায়তা” কর্মসূচির আওতায় পৌরসভার ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি রবিবার সকাল ১১টার পর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নকলা’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আরএমও ডাক্তার নাজমুস সাকিব, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা রোমান আরা জান্নাতসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও সুবিধা ভোগী নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে হেল্থ ক্যাম্পে উপকারভোগীদের মাঝে সাবান,মাস্ক,স্যালাইন,বিস্কুটসহ অন্যান্য স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।