শেরপুরে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যবিধি মানতে অনিহা জন সাধারনের
শেরপুরে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যবিধি মানতে অনিহা জন সাধারনের। ফলে শেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত এক সপ্তাহের ব্যবধানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দেড় শতাধিক মানুষ। ফলে ২দশমিক শনাক্তের হার থেকে লাফ দিয়ে গড়ে ২৫ দশমিক ছাড়িয়েছে।
সরকার ১১ দফা নির্দেশনা দিলেও মানছেন না কেউ। স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব না মেনে মাস্ক ছাড়াই চলাফেরা করছে মানুষ। নানা অযুহাতে মাস্ক ছাড়াই বাইরে কেনাকাটাসহ সর্বত্র চলাফেরা করছেন তারা। এদিকে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ার কথা স্বিকার করে কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধিসহ মাস্ক পরিধান না করে চলাফেরা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই সবাইকে টিকা ও মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন তারা।
জেলায় এখনো পর্যন্ত করোনার ১ম ডোজ টিকা নিয়েছেন ৭৩৭৯৪০ জন, ২য় ডোজ নিয়েছেন ৫৩৯৩২৩ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৬২৯৫ জন মানুষ।