শেরপুরের নকলায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

নকলা প্রতিনিধি
বুধ, 26.01.2022 - 02:00 PM
Share icon
Image

শেরপুরের নকলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে বীর নিবাস। প্রথম পর্যায়ে নির্মাণ হচ্ছে ১২টি বীর নিবাস। বুধবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি এলাকায় মৃত আক্রাম হোসেনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

নির্মাণ কাজের উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতেবীর নিবাসনামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রইং, ১টি রান্নাঘর দু'টি বাথরুম। প্রতিটি বীর নিবাস-এর জন্য খরচ হবে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

Share icon