শেরপুরের ঝিনাইগাতীতে ১শ বোতল বিদেশী মদ উদ্ধার

ঝিনাইগাতী প্রতিনিধি
সোম, 31.01.2022 - 04:38 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে ১শত বোতল বিদেশী মদ সহ মো. আঃ আজিজ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক জেলার নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে।

র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারী রবিবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন ঝিনাইগাতী টু রাংটিয়া মোড় সোনার বাংলা ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১শত বোতল বিদেশী মদসহ মো. আঃ আজিজকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে শেরপর সদর থানার এফআইআর নং-৫০, তারিখ-১৪ এপ্রিল ২০২১, জিআর নং-৩৩৮/২১(শের) সংক্রান্তে এজাহার নামীয় আসামী এবং নালিতাবাড়ী থানার মামলা নং-৩৩, তারিখ-২৪/১০/২০২১ ইং সংক্রান্তে ওয়ারেন্টভূক্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামী র‍্যাব-১৪ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ এবং নিজে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-১৪ আরো জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share icon