ঝিনাইগাতীতে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধি
সোম, 31.01.2022 - 10:19 PM
Share icon
Image

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেরপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ আশরাফ উদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন।

প্রশিক্ষণে ৩০ জন আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) কৃষক-কৃষাণীগণ প্রশিক্ষণ পেয়ে তারা অনেক কিছু জানতে পেরেছে বলে সরকারের কৃষি অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

Share icon