শেরপুরে গাঙচিল বুক কর্ণারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 01.02.2022 - 06:00 PM
Share icon
Image

'বই হোক অপসাংস্কৃতি রুখে দেয়ার হাতিয়ার' এই শ্লোগানকে সামনে রেখে শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে 'গাঙচিল বুক কর্নার' উদ্বোধন করা হয়েছে । 

১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের নতুন বাজারস্থ 'নির্ঝর চাইনিজ ও কাবাব ডিসেস' রেষ্টুরেন্টে এ বুক কর্নার উদ্বোধন করেন লাইব্রেরী এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর শেরপুর জেলার সভাপতি ও গাঙচিল উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।

এসময় গাঙচিল এর কেন্দ্রীয় জেলা সমন্বয়ক ছড়াকার নুরুল ইসলাম মনি, উপদেষ্টা সিনিয়র লেখক রোজিনা তাসমিন, সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গবেষক ও লেখক হাসান নাশিদ, শেরপুর টাইমস ডটকম সম্পাদক শাহরিয়ার মিল্টন, শেরপুরের প্রথম অনলাইন বুকসোপ 'প্রিয় পুস্তুক ডটকম' ও 'বই নিয়ে সব' ফেইসবুক গ্রুপ এর প্রধান এডমিন সাংবাদিক প্রভাষক মহিউদ্দিন সোহেল, নিরঝর স্বাত্বাধিকারী আসিফ আদনান অভি, গাঙচিল সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাযীফ, দপ্তর সম্পাদক কবি হাসান শরাফত, কবি জিসান মাহমুদ, সাংবাদিক লেখক আবুল হাশিম, সাংবাদিক কাজি মাসুম, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বুক কর্নারে প্রাথমিক ভাবে গাঙচিল সদস্য ও শেরপুর জেলার ২০ জন লেখকের বই রাখা হয়।

Share icon