শ্রীবরদীর ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ বলেন, আপনারা একটি অংশের ভোটে নির্বাচিত হলেও এখন ইউনিয়নের সকল জনগণেরই চেয়ারম্যান। তাই কারও প্রতি কোন বৈষম্য না রেখে উন্নয়ন কাজ করবেন। তবেই আপনার ইউনিয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠবে।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন শ্রীবরদী সদর ইউপিতে মো. ফরিদুজ্জামান, কাকিলাকুড়া ইউপিতে মো. হামিদউল্লাহ, গোশাইপুর ইউপিতে শাহজামাল ইসলাম আশিক, সিঙ্গাবরুনা ইউপিতে মো. ফখরুজ্জামান কালু, তাতিহাটি ইউপিতে এ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, ভেলুয়া ইউপিতে মো. আব্দুল করিম, গড়জরিপা ইউপিতে মো. আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপিতে মো. ফিরোজ খান নুন।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা পারভীন, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু সালেহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, শ্রীবরদী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চতুর্থ ধাপে গত বছরের ২৬ ডিসেম্বর শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাণীশিমুল ইউপিতে বিজয়ী চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের সরকারি গেজেট প্রকাশিত না হওয়ায় ৮ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।