নতুন অনুসন্ধান কমিটির কোনো মূল্যই নেই-মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
শনি, 05.02.2022 - 09:17 PM
Share icon
Image

নতুন গঠিত অনুসন্ধান কমিটিকে অর্থহীন বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর কোনো মূল্যই নেই।’ আজ শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ‘এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা মনে করি অনুসন্ধান কমিটি, নির্বাচন কমিশন—সবই সরকারের অধীন। এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। কারণ, এটা প্রমাণিত, এই সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবে না। তাই এই মুহূর্তে অনুসন্ধান কমিটি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।’

এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অনুসন্ধান কমিটি নিয়ে সাংবাদিকদের কাছে পৃথক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সার্চ কমিটি আমাদের কোনো বিষয় না। কারা আছে, কারা নেই, কে থাকল, কে থাকল না—এসব জানতে আমরা ইন্টারেস্টেডও না।’

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে (সভাপতি) আজ শনিবার দুপুরে নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুসন্ধান কমিটির অপর পাঁচ সদস্য হলেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী (পদাধিকার বলে), সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন (পদাধিকার বলে) এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। (মানবকণ্ঠ)

Share icon