শেরপুরের পাকুরিয়া থেকে গাজা সহ মাদক ব্যাবসায়ী আটক

শেরপুর প্রতিনিধি
বৃহস্পতি, 10.02.2022 - 04:13 PM
Share icon
Image

শেরপুরের সদর থানার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজার থেকে গাঁজা ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ৯ ফেব্রয়ারী বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের সময় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৫হাজার ৫শত ৮০ টাকা ও ০২ টি মোবাইল সেট সীমসহ মো. ফালু মিয়া (৩৭) কে আটক করে র‌্যাব।  আটককৃত মো. ফালু মিয়া সদর থানার চৈতনখিলা গ্রামের মো. নায়েব আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন চৈতনখিলা বটতলা বাজারস্থ নিজাম উদ্দিন আহম্মেদ মডেল কলেজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে । আটককৃত ফালু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।

জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে এর আগেও শেরপুর সদর থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে ৩ টি মামলায় সে এখন ওয়ারেন্টভুক্ত আসামী। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share icon