নকলায় নৈশকালীন ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলা প্রতিনিধি
মঙ্গল, 15.02.2022 - 10:58 PM
Share icon
Image

মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলার নারয়নখোলা এলাকায় ভাইকন এনিম্যাল সাইন্স এর সৌজন্যে ডি.পি.এল ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নারায়নখোলা কাজী বাড়ী মাদরাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় আলোকিত স্পোটিং ক্লাব (নয়াবাড়ি)-এর অধিনায়ক সজিব হাসান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারা প্রথমে ব্যাটিং করতে মাঠে নেমে ৫ ওভার ৩ বল খেলে ৪৯ রান সংগ্রহ করে সবকয়টি উইকেট হারায়। জয়ের লক্ষ্যে রেড রোজ ক্রিকেট ক্লাব মাঠে নেমে বিনা উইকেটে ২ ওভার ৪ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এতে রেড রোজ ক্রিকেট ক্লাব আলোকিত স্পোটিং ক্লাব (নয়াবাড়ি)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ডি.পি.এল ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ২ উইকেট ও ৩৬ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ এবং সমগ্র খেলায় ৮ উইকেট ও ৮৮ রান সংগ্রহ করায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তরুণ ক্রিকেটার সোহান।

এই খেলায় ১২টি দল অংশ গ্রহন করে। খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ান দলের অধিনায়ক ও দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে একটি বড় খাঁসি, রানার্স আপ দলের অধিনায়ক ও দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে একটি নতুন এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ মনোনিত খেলোয়াড়ের হাতে পুরষ্কার ও মেডেল এবং অংশ গ্রহনকারী সকল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইকন এনিম্যাল সাইন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুজন খান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

Share icon