ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 17.02.2022 - 11:39 AM
Share icon
Image

ঢাকা পোষ্ট এক সময় সারা দেশে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ আরো বলেন, এক বছরে ঢাকা পোষ্ট ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। তাদের পথচলায় দেশ ও দেশের মানুষের কথা উঠে আসবে এটাই আমাদের প্রত্যাশা। 

অনুষ্ঠানে শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক খান সৌরভের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, আসাদুজ্জামান মোরাদ, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, আব্দুর রফিক মজিদ, শহীদুল ইসলাম হীরা, মাসুম আহমেদ, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সবুজ আন্দোলন শেরপুর সদরের সভাপতি মোমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সময় টিভির ফটো জার্নালিস্ট বাবু চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ, শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা, আজকের তারুণ্যকে ঢাকা পোষ্টের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

Share icon