শ্রীবরদীতে সেলাই প্রশিক্ষণের কথা বলে ধর্ষণের অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নে সেলাই মেশিনের কাজ শেখানোর কথা বলে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সামাদ (৫০) কে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার দুপুরে ইউনিয়নের পূর্বজিনিয়া বাজারের বিষু সুপার মার্কেটের আব্দুস সামাদের টেইলার্সের দোকানে ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু জানায়, শনিবার দুপুরে সেলাইকাজ শেখানোর কথা বলে ওই ছাত্রীকে তার দোকানে ডেকে নিয়ে যান টেইলার্স মালিক। পরে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে টেইলার্স মালিককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাতে ভুক্তভোগীর বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।