শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবনির্মিত ভূমি অফিসের কার্যক্রম শুরু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের নতুন ২ তলা ভবনে অফিস হস্তান্তর ও কার্যক্রম পরিচালনা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টা অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
এসময় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ময়মনসিংহ রিজিওন টুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানসহ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস চত্তরে সৃজিত বাগান “কুসুম কানন” ও ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য আধুনিক অপেক্ষা কক্ষের উদ্বোধন করেন।