৭ বছর পর শেরপুর সদরে আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 24.02.2022 - 03:00 PM
Share icon
Image

দীর্ঘ ৭ বছর পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সুসজ্জিত মঞ্চে সম্মেলন শুরু হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি যোগ দেন।

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ, শেরপুর তিন আসনের সদস্য সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন সহ শেরপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম উচ্চারিত হচ্ছে।

উল্লেখ্য, শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৮ মার্চ। সেই সম্মেলনে তৎকালীন আমীর আলীকে সভাপতি ও মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছিল তারও প্রায় আড়াই বছর পর ২০১৭ সালের ১০ নভেম্বর। ২০২১ সালে সভাপতি মো. আমীর আলীর মৃত্যু হলে সিনিয়র সহসভাপতি এ কে এম নুরুল আমিন ছানা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।

Share icon