ইসি নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: মির্জা ফখরুল
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি- নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথাব্যথা একটা নিয়ে যে, নির্বাচনকালীন সময়ে সরকার কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না। কারণ, তারা তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আমরা বসে বসে দেখবো। আমরা আর সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না।’
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘কেনাণীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফখরুল বলেন, ‘একটা মাত্র দাবি, নির্বাচন কমিশন নয়- সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং ওই নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন কমিশন তৈরি করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্য বিষয়ত সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।