শেরপুর শহর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
মঙ্গল, 01.03.2022 - 09:54 PM
Share icon
Image

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ২ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলাতে বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল শেরপুর শহর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার রাত ৮টা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মাধবপুরস্থ বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর শহর কমিটির সভাপতি এবিএম মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু রায়হান রুপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।  সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। তাই এর প্রতিবাদে আগামী ২ তারিখে আমরা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করবো। 

প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, শেরপুরের বিএনপিতে কোন গ্রুপিং নেই, কোন ভেদাভেদ নেই। তারেক জিয়ার নেতৃত্বে শেরপুর বিএনপি শক্তিশালী অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু আগামীকালের প্রোগ্রাম নয়, সামনের সকল প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করতে হবে।

আগামীকালের সমাবেশে বিএনপির সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার রুমির ফারহানা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। সভায় জেলা বিএনপির ও শহর বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon