ঝিনাইগাতীতে "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা ( অ:দা:) মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী মাষ্টার, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।