শেরপুরে পণ্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বুধবার বিকাল ৩ টা জেলা শহরের খোয়ারপার শাপলা চত্বর মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা কমিটির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ব্যারিস্টার রুমির ফারহানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
প্রধান বক্তার বক্তব্যে রুমিন ফারহানা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।