ইসলামকে নিয়ে আওয়ামীলীগ-বিএনপি'র প্রতিযোগিতা
কে বেশি ইসলাম পছন্দ করে এটা নিয়ে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রতিযোগিতা লেগেছে বলে দাবি করেছেন সিপিবির সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতাকে কবর দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম।
সরকারে উদ্দেশে সেলিম বলেন, উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরি করতে হচ্ছে, কিন্তু মডেল লাইব্রেরি কেন হচ্ছে না? সরকার মডেল বিজ্ঞান ক্লাব কেন করে না? কারণ, সাম্প্রদায়িকতা দিয়ে মানুষকে ভাত ও ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটাই হলো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র।
শুক্রবার (৪ মার্চ) মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কংগ্রেস থেকে বাসদের সাধারণ সম্পাদক করা হয় বজলুল রশিদকে। এরমধ্যে দিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যান খালেকুজ্জামান।
বামপন্থীরা ক্ষমতায় গেলে কীভাবে দ্রব্যমূল্য কমাতে হয় তার প্রেসক্রিপশন তৈরি করা আছে বলে মন্তব্য করেন সেলিম। তিনি বলেন, মন্ত্রী বলেছেন বাজারই বাজার নিয়ন্ত্রণ করবে। এটাই যদি আপনার কথা হয়ে থাকে, তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’
মুজাহিদুল ইসলাম বলেন, ভোটের লড়াই আর ভাতের লড়াই একটা আরেকটার সঙ্গে যুক্ত। ভোটের লড়াই আর ভাতের লড়াই একসঙ্গে করতে হবে।
তিনি আরও বলেন, দেশে এই মুহূর্তে দরকার বামপন্থীদের সরকার। এটা মনের ভেতরে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোটের সমন্বয়ক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।