শেরপুরে বাল্য বিয়ে না করার শপথ শিশুদের

শেরপুর প্রতিনিধি
শনি, 05.03.2022 - 02:00 PM
Share icon
Image

স্কুল শিক্ষার্থীদের সংগঠন ফাইট ফর চিল্ডেনস রাইটস ‘এফএফসিআর’ এর বছর ব্যাপী শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার ক্যাম্পেইন এর অংশ হিসেবে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাল্য বিয়ে না করার শপথ নেয়া কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের মডেল গার্লস স্কুলে উপস্থিত সকল শ্রেণির শিক্ষার্থীকে শপথ গ্রহন এবং এফএফসিআর এর নির্ধারিত ফরমে সাক্ষর গ্রহন করা হয়।

শপথ ও সাক্ষর গ্রহন কার্যক্রম উদ্বোধন করেন মডেল গার্লস স্কুলের দিলরুবা বেগম। এসময় উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কবি রফিক মজিদ, প্রভাষক ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিদম উপস্থিত ছিলেন। 

এফএফসিআর এর সভাপতি ফরাবি জাবিন সায়েরি জানায়, করোনার কারণে দির্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতিমধ্যে দীর্ঘ সময় স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিড়িতে বসতে হয়েছে। তাই আমরা এফএফসিআর পক্ষ থেকে বছর ব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। 

Share icon