পাহাড়ি ২৪ একর জমি দখলমুক্ত করলো প্রশাসন
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের অধীনস্ত তাওয়াকুচা ফরেস্ট বিট এলাকার তাওয়াকুচা মৌজার (মায়াবী লেক) নামক স্থানে ভূমিদস্যু নুরুল হকের দখলে থাকা বন বিভাগের প্রায় ২০ একর ও সরকারী খাস খতিয়ানের প্রায় ৪ একর জমিসহ মোট ২৪ একর জমি উদ্ধার করা হয়েছে। ৫ মার্চ শনিবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ভূমিদস্যু নুরুল হকের দখলে থাকা ওই জমিতে মৎস্য চাষসহ ইটের নির্মিত পিলারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেন।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই ফেরদৌস, হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিজিবি সদস্যগণ। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় কোটি টাকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনের জমি জবরদখলকারীদের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করে সামাজিক বনায়ন সৃজন করা হবে।