দীর্ঘ দিনের পলাতক আসামিকে গ্রেফতার করলো র্যাব
শেরপুরে দীর্ঘ দিনের পলাতক আসামিকে গ্রেফতার করলো র্যাব। ৭ মার্চ দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কদম আলী। সে সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের বুদু শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ঘুঘুরাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ওই আসামীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অতিঃ চিপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত শেরপুর, জিআর ২৮৮/১৭ মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করেছে।