আজ রাতে ১ মিনিট অন্ধকার থাকবে পুরো দেশ
স্টাফ রিপোর্টার
শুক্র, 25.03.2022 - 08:24 PM
Image
আজ ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। তাই এ রাতকে স্মারণীয় করে রাখতে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
এ সময় কোন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালি জাতির ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে তারা রাজধানী ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়। এরপর নয় মাসের সশস্ত্র যুদ্ধে লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। #দেশেরকন্ঠ