স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের মুক্তিযুদ্ধ স্মৃতি লাইব্রেরীর উদ্বোধন
মহান স্বাধীনতা দিবসে শেরপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আজকের তারুণ্য মুক্তিযুদ্ধ স্মৃতি গণগ্রন্থাগার। এ উপলক্ষ্যে শনিবার ২৬ মার্চ দুপুরে ফিতা কেঁটে গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর পুলিশ লাইন্স ক্রিয়েটিভ ফর এডুকেশনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক বাহারাম বাদশা, সবুজ আন্দোলন শেরপুর সদর উপজেলা কমিটির আহবায়ক মমিনুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা এবি এম শান্ত, ডা. ফয়জুল আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারন সম্পাদক দীপ্ত মোদক, যুগ্ম সাধারন সম্পাদক জান্নাত আরা মুক্তি, যুগ্ম সাধারন সম্পাদক নাফিউ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন জীবন, যুগ্ম সাধারন সম্পাদক আল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক প্রত্যয় কুমার, মহিলা বিষয়ক সম্পাদক মারজানা মিতু, সদস্য ইসরাত মল্লিকা, জিহান হাসনাত রাসেল, তন্ময় সাহা, মিঠু, বিলাশ দাশ, রাজন মোদক, প্রভাস চৌধুরী, প্রেমতুশ পাল, দ্বীপ ঘোষ অমর, রিমা, রিতু, সেতু, লিমাসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।