শেরপুরে সাতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 29.03.2022 - 02:15 PM
Share icon
Image

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় শেরপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রশিক্ষণার্থী ফারহানা আফরিন মিভা প্রমুখ। 

Image

বিজ্ঞাপন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। সাঁতার ছাড়াও ইতিমধ্যে শেরপুরে বেশ কিছু খেলাধূলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা চালু রয়েছে। এদের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

Share icon