রমজানে খড়িয়া কাজিরচর ইউপি'তে ১৪২৭ পরিবার পেলো টিসিবির পণ্য
রমজান মাস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ১৪২৭ টি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইউনিয়নের আলাদা আলাদা ৩টি স্থানে ডিলারদের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হয়।
ডিলার ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রত্যেক কার্ডধারী পরিবার ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি মশুর ডাল ১৩০ টাকা, ২লিটার সয়াবিন তৈল ২২০ টাকা করে মোট ৪৬০ টার বিনিময়ে টিসিবির পণ্য পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা আক্তার, খড়িয়া কাজিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, শ্রীবরদী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন আহমেদ, ইউপি সদস্য আবদুর রশীদ, হাবিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসান আলী প্রমুখ।
খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, আমার ইউনিয়নের পণ্য গুলো এলাকার দূরত্বের অনুপাতে তিনটি পয়েন্টে ভাগ করে বিতরণ করা করতেছি। সুষ্ঠু বিতরনের মাধ্যমে সবাইকে পৌঁছে দিতে পারায় স্বস্তি লাগছে।