নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বিজ বিতরণ
শেরপুরের নালিতাবাড়ীতে খরিপ-১ মৌসুমের জন্য কৃষি প্রনোদনা হিসেবে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সার-বিজ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে সর্বমোট ৯ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি পটাশ ও ২০ কেজি ডিএপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান বক্তব্য রাখেন। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহমদ প্রনোদনা বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ছাড়াও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।