শেরপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের বেশ কয়েকজন শিল্পী অংশ গ্ৰহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
একুশে টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, আঁচড়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক আল আমিন রাজুসহ সাংবাদিক বৃন্দ।