কয়েদিদের অংশগ্রহণে নাটক-সাংস্কৃ‌তিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 14.04.2022 - 09:03 PM
Share icon
Image

শেরপুরে কয়েদিদের অংশগ্রহণে নাটক ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছিল শেরপুর জেলা কারাগারে। প্রথমবারের মতো কারাগারের কয়ে‌দীদের পরিবেশনায় প্রদ‌র্শিত হয় নাটক 'আকাশীর পান্তা ভাত'।

এ দিন কয়েদীরা মেতে ওঠেন মনোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানসহ দিনভর নানা আয়োজনে। জেলা কারাগারের জেলার ত‌রিকুল ইসলাম জানান, প্রথমবারের মতো শেরপুর জেলা কারাগারে খুব সুন্দর শিক্ষণীয় এক‌টি নাটক অনু‌ষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, কারাগারে আটক ব‌ন্দিরা সাংস্কৃতিক অনুষ্ঠান, ক‌বিতা ও ছড়া প‌রিবেশন করেন।

'আকাশীর পান্তা ভাত' নাটকে এক দিনমজুরের কন‌্যা সন্তান আকাশীর শাড়ি, চুড়ি কেনার বায়না মেটাতে বাধ‌্য হয়ে চু‌রির প্রেক্ষাপট উঠে আসে। কতটা অসহায় হলে নিজ সন্তানের ইচ্ছা পূরণ করতে বাবাকে চু‌রি করতে হয় তা দেখানো হয় নাটকে। এছাড়া, দিনভর নানা আয়োজন শেষে জেলা কারাগারে ব‌ন্দিদের জন‌্য বাংলার ঐতিহ্যবাহী খাবার প্রদান করা হয়।

Share icon