শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঈদ পুর্ণমিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঈদ পুর্ণমিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ প্রাঙ্গনে বৃহস্পতিবার দিন ব্যাপি এই পুর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
বীর মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর জেলা আওয়ামীলীগ সদস্য সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এর সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এর সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সন্তান, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আকন্দ, মোকছেদুল আলম, আবু ইউসুফ, হামিদা ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী-অতীতের ইতিহাস উপস্থাপন করে বলেন, বিএনপি জামাত ৪৫ থেকে ৫৫ হাজার ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে। অতি দ্রুত যাচাই বাছাই করে তাদের বাদ দেয়ার দাবী জানান তিনি।