শেরপুরে বিজয় টিভির ১০ম বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 31.05.2022 - 09:23 PM
Share icon
Image

শেরপুরে বিজয় টিভির ১০ বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার দিনা।

শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বলের সভাপতিত্বে এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনটিভি’র স্টাফ রিপোর্টার কাকন রেজা, প্রেসক্লাবের সহ সভাপতি আছাদুজ্জামান মুরাদ, এসএম শহিদুল ইসলাম, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনন্দ টিভি প্রতিনিধি মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, ফজলুর কবীর সরুজ, তালাত মাহমুদ, কবি ও সিনিয়র সাংবাদিক দেশ টিভি প্রতিনিধি সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক সংস্থার সভাপতি জিএইচ হান্নান, বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, মোহনা টিভি’র প্রতিনিধি রেজাউল করিম বকুল, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, রিপোর্টাস ইউনিটি’র সভাপতি ও নিউজ-২৪ এর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, ডিবিসি টিভি’র জুবায়ের দীপ, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলাটিভি প্রতিনিধি নাইম ইসলাম, অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল হক সৌরভ, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ইউসুফ আলী রবিন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক সকাল বেলা স্টাফ রিপোর্টার মো. রুবেলসহ সাংবাদিক এইচ বি ইতি, এনামুল হক, আলমগীর হোসেন, সুলতান আহমেদ, ফজলুল করিম, বিল্লাল হোসেন সোহাগ প্রমুখ।  

এসময় বক্তারা বিজয় টিভির ৯ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে বিজয় টিভি’র শেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল কেক কাটেন। এসময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon